৳ ৮০০ ৳ ৬৮০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
জুঁই ফুল,
কেমন আছ তুমি? আমার ভীষণ জানতে ইচ্ছে করে। দীর্ঘদিন হলো তুমি আমার কাছে নেই, পাশে নেই। তবুও কীভাবে যেন আমার সবকিছুতে তুমি মিশে আছ। তোমার সমস্ত না থাকা জুড়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছ। মাঝে এতগুলো দিন কেটে গেছে। জীবনের কত হিসাব-নিকাশ পাল্টে গেছে। কতকিছু হারিয়েছি। চাওয়া-পাওয়া ভুলে গেছি। শুধু তোমায় ভুলতে পারলাম না।
আমি ভুলে বাটনছেঁড়া শার্টটা গায়ে দিয়ে ফেলি। অবহেলায় দুপুরের খাবারের সময় চলে যায়। রাতের ঔষধ খাওয়ার কথা মনে থাকে না। সময় মতো ঘুমানোর কথা ভুলে যাই। শুধু ভুলতে পারি না তোমায়। এখন আমি মানিব্যাগটা হারিয়ে ফেলি, প্রায়ই মোবাইল ফোনটা নেওয়ার কথা মনে থাকে না। রাতের বেলা ঘরে ফিরে রুমের তালা খুলতে গিয়ে চাবি খুঁজে পাই না। বারান্দায় যত্নে রোপণ করা পছন্দের গাছটাতে পানি দিতে ভুলে যাই। আরো কতশত জিনিস ভুলে যাই। শুধু ভুলতে পারি না তোমায়। অথচ তোমায় আমি খুব করে ভুলতে চেয়েছিলাম।
আমি একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য তোমায় ভুলতে চেয়েছিলাম। ছন্নছাড়া এই আমিকে একটু গুছানোর জন্য তোমায় ভুলতে চেয়েছিলাম। কিন্তু তুমি ভুলতে দিলে না। তুমি চোখের সামনে না থেকেও আমার সমস্ত সকাল জুড়ে আছ, দুপুর জুড়ে আছ। তুমি কাছে না থেকেও আমার সমস্ত বিকেল জুড়ে আছ, রাত্রি জুড়ে আছ। তুমি পাশে না থেকেও কিভাবে যেন আমার সমস্ত কিছু জুড়ে আছ। এই যে তোমায় আমি দেখতে পাই না। চাইলে তোমার সাথে কথা বলতে পারি না, ছুঁতে পারি না। তুমি জানো এতে আমার কত কষ্ট হয়? জানো না। তোমায় না পাওয়ার হাহাকারে আমি সারারাত্রি ঘুমাতে পারি না। বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হয়। রাতভর যন্ত্রণায় মাথা ছিঁড়ে যায়। আমি ছটফট করি। দুদণ্ড শান্তি পাই না।
তোমায় হারিয়ে ফেললে আমার এতো কষ্ট হবে জানলে আমি কখনোই তোমায় হারাতে দিতাম না। তোমায় ছাড়া আমি বেঁচে থাকতে ভুলে যাব টের পেলে পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করে হলেও তোমায় আমার করতাম। তোমাকে হারানোর পর আমি বুঝেছি, তুমি আমার কী। তুমি আমার ঠিক কতখানি জুড়ে আছ।
জুঁই ফুল। আমি আজও তোমাকে ভালোবাসি। আমার মন নামক ছোট্ট শহরটা আজও তোমার দখলে। আজও তোমার নৈঃশব্দিক পদচারণার গুঞ্জনে আমার সে শহরে অন্ধকার কাটিয়ে ভোর হয়। তোমার প্রসারিত ঠোঁটের একটুখানি হাসি সূর্য হয়ে আলো ছড়ায়। তোমার ভারী নিঃশ্বাসের গন্ধ মেখে আমার শহরে দিন কাটে। তোমার ঘন পল্লবঘেরা আড়চোখের একটুখানি চাহনি আমার শহরে ফকফকে জোসনা হয়ে ঝরে পড়ে। আমার শহরের নামহীন প্রতিটি স্তরে শুধু তুমি নামক মানুষটার বিচরণ।
এখন আমি এক টুকরো উড়ো মেঘের মতন ভেসে বেড়াচ্ছি এ শহর থেকে ও শহর। কোনো শহরই আপন মনে হয় না। কোনো শহরই রোদ ঝলমলে, বৃষ্টি ভেজা, শিশির ছোঁয়া মনে হয় না।কোনো শহরেই সেই চিরচেনা গন্ধটা পাই না। তোমার শহরের সেই তুমি নামক গন্ধটা। আমি কত্তো শহর ঘুরে ফিরে সেই তোমার শহরের দরজায় কড়া নাড়ি। কিন্তু তোমার শহর যে বহু আগেই আমার জন্য নিষিদ্ধ করেছ। উঠিয়ে নাও না তোমার নিষেধাজ্ঞা। আর একবার সুযোগ দাও তোমার শহরে প্রবেশ করার। তোমার সেই কেমন জানি গন্ধটা অঙ্গে মিশিয়ে বাঁচতে চাই। ভীষণ ভাবে বাঁচতে চাই। তোমায় বুকে নিয়ে বাকি দিনগুলো কাটাতে চাই। আমায় দেবে সেই সুযোগ?
আমার জুঁই ফুল! কবে প্রবেশ করতে দিবে তোমার শহরে?কোনো একদিন আমিও যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এক টুকরো মেঘ থেকে জল হয়ে ঝরে বিলীন হয়ে যাব! তখন তুমি এই আমিটাকে কোথায় পাবে?"
Title | : | ভালোবাসারা ভালো নেই (পার্পেল এডিশন) |
Author | : | অজান্তা অহি |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789849911098 |
Edition | : | 1st Published, 2025 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
অজান্তা অহি। জন্ম ২৩ নভেম্বর। সিরাজগঞ্জ জেলার এক মফস্বল এলাকায়। তিনি ২০১৯ সালে মাইলস্টোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন। তার লেখালেখির হাতেখড়ি কলেজ জীবনে। শুরুটা অনেকটা শখের বশে হলেও মানবজীবনের টানাপোড়েন, নানাবিধ উত্থান পতন তাকে আকৃষ্ট করে। তিনি এক জনম গল্প বলে যেতে চান। আপনার, আমার সবার গল্প। সুখ দুঃখের গল্প। যেসব কথা বা অনুভূতি কখনো প্রকাশ করা যায় না তার গল্প।
If you found any incorrect information please report us